Your Solution Here

Earn Money Online. Start From Now. Know How?

There are 100s way online to earn Real Money. But you Have to aware of Scammer. For this you have to....

Are You Searching For any thing to Download . We are Ready to Provide You

Everything is free here. Are you searching files ? We are always ready to provide you any types of Software Games Books Wallpaper Movie Music and many more. Feel free to post in the wall of Facebook the Fanpage. We will try to provide you as soon as possible.

Online Medical Solutions

The Solutions for both medical and non Medical Persons.

Free Games Download Download Any Types of Free games Here

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Custom Search

Tuesday, February 14, 2012

আপনি অন্য জায়গা থেকে Anonymousভাবে ব্লক করা সাইটে ইন্টারনেট ব্রাউজ করবেন কিভাবে?

ইদানিং এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। কেউ সফটওয়্যার ব্যাবহার করে আইপি হাইড করছেন, কেউ প্রক্সি ব্যাবহার করছেন, ইত্যাদি। আজ আপনাদের এমন উপায়ে আইপি হাইড করে ব্লক করা ইন্টারনেট সাইট পুরোপরি ব্যাবহার করার পন্থা বলব যা অনেকেরী অজানা।আরেক নাম ‘টানেলিং’।
কি কি লাগবে?
-ইন্টারনেট সংযোগ
-http://www.raptorvpn.com/whmcs/ এখানে রেজিস্ট্রেশন
- spotflux নামে একটি সফটওয়্যার:  http://www.mediafire.com/?3miypzxms537s59 (২০ মেগাবাইট)

কিভাবে করবেন?
- http://www.raptorvpn.com/whmcs/ রেজিস্ট্রেশন করুন।
- রেজিস্ট্রেশন ভেলিডেট করুন।
- spotflux ডাউনলোড করে ইন্সটল করুন। এখন http://www.raptorvpn.com/whmcs/ রেজিস্ট্রেশন করবার সময় যে ইমেইল-পাসওয়ার্ড দিয়েছিলেন তা দিয়ে লগ ইন করুন।
- চেক করে দেখুনঃ http://www.ip2location.com/ , আপনি এখন কোথায়।

VPN ব্যাবহার করার অনেক সুবিধা রয়েছে, কিন্তু ফ্রী সার্ভিস দেয় এমন প্রোভাইডারের সংখ্যা অনেক কম।
স্ক্রিনশটঃ




এখন কে আপনাকে ব্লক করবে, আর জানবে আপনি কে?
তাহলে, উপভোগ করুন আপনার ইন্টারনেটের স্বাধীনতা।

উইন্ডোজ কে ডিলেট করে দেন

আপনার দোস্তের উইন্ডোজ কে ডিলেট করে দেন ১ মিনিটে :D


প্রথমে My Computer এ প্রবেশ করুন এর পর Control Panel এর অধীনে Folder Options এ যান View Tab এ Click করুন,এখান থেকে Show Hidden File এ ক্লিক করুন এবার Apply তারপর Ok দিন। এবার বেরিয়ে আসুন। মাই কম্পিউটার প্রবেশ করে C: Drive ওপেন করুন ওখানে দেখতে পাবেন যে nltdr. নামে একটি ফাইল আছে এতি ডিলিট করুন ব্যাস কাম খতম । কম্পিউটার Restart দিন. এখন দেখেন Windows Missing :D

তৈরি করুন আনডিলিটেবল ফোল্ডার; আবার ডিলিট করুন সহজেই

সেই ঐতিহাসিক ফোল্ডার যা সহজে ডিলিট হবে না; ফোল্ডারের নাম পরিবর্তন তো দূরের কথা। কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে আনডিলিটেবল ফোল্ডার বানানো যায়।

১) প্রথমে Start মেনু থেকে Run এ যান,
২) তার পর টাইপ করুন cmd ।
৩) Enter প্রেশ করুন।
৪) যেই ড্রাইভে আনডিলিটেবল ফোল্ডার তৈরি করতে চান সেই ড্রাইভের নাম লিখুন । যেমন F:
৫) Enter প্রেশ করুন।
৬) এবার লিখুন md এবং একটি স্পেস দিয়ে ১টি ব্যাক স্লাস দিন।
make Undeletable folder
৭) তার পর lpt1 লিখে ২টি ব্যাক স্লাস দিন
৮) Enter প্রেশ করুন।
*********************
হা হা এবার F ড্রাইভে গিয়ে দেখুন । lpt1 নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে যা ডিলিট করতে চাইলে নিচের  এই ম্যাসেজটি দেখাবে আর ডিলিট হবে না এবং রিনেইমও হবে না।
make undeletable folder
এইভাবে তৈরি করুন lpt1, lpt2, lpt3, lpt4, lpt5………………., com1, com2, com3………..ইত্যাদি নামে আরো অনেক আনডিলিটেবল ফোল্ডার। আর সাধারন নিয়মে এই নামে ফোল্ডারও তৈরি করা যায় না।
বিঃদ্রঃ- ঐ ফোল্ডার ডিলিটৈ করার জন্য নিচে দেখুন।
১) প্রথমে Start মেনু থেকে Run এ যান,
২) তার পর টাইপ করুন cmd ।
৩) Enter প্রেশ করুন।
৪) যেই ড্রাইভে থেকে আনডিলিটেবল ফোল্ডার ডিলিট করতে চান সেই ড্রাইভের নাম লিখুন । যেমন F:
৫) Enter প্রেশ করুন।
৬) এবার লিখুন rd এবং একটি স্পেস দিয়ে ১টি ব্যাক স্লাস দিন।
৭) তার পর lpt1 লিখে ২টি ব্যাক স্লাস দিন
৮) Enter প্রেশ করুন।