Your Solution Here
Custom Search

Tuesday, February 14, 2012

আপনি অন্য জায়গা থেকে Anonymousভাবে ব্লক করা সাইটে ইন্টারনেট ব্রাউজ করবেন কিভাবে?

ইদানিং এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। কেউ সফটওয়্যার ব্যাবহার করে আইপি হাইড করছেন, কেউ প্রক্সি ব্যাবহার করছেন, ইত্যাদি। আজ আপনাদের এমন উপায়ে আইপি হাইড করে ব্লক করা ইন্টারনেট সাইট পুরোপরি ব্যাবহার করার পন্থা বলব যা অনেকেরী অজানা।আরেক নাম ‘টানেলিং’।
কি কি লাগবে?
-ইন্টারনেট সংযোগ
-http://www.raptorvpn.com/whmcs/ এখানে রেজিস্ট্রেশন
- spotflux নামে একটি সফটওয়্যার:  http://www.mediafire.com/?3miypzxms537s59 (২০ মেগাবাইট)

কিভাবে করবেন?
- http://www.raptorvpn.com/whmcs/ রেজিস্ট্রেশন করুন।
- রেজিস্ট্রেশন ভেলিডেট করুন।
- spotflux ডাউনলোড করে ইন্সটল করুন। এখন http://www.raptorvpn.com/whmcs/ রেজিস্ট্রেশন করবার সময় যে ইমেইল-পাসওয়ার্ড দিয়েছিলেন তা দিয়ে লগ ইন করুন।
- চেক করে দেখুনঃ http://www.ip2location.com/ , আপনি এখন কোথায়।

VPN ব্যাবহার করার অনেক সুবিধা রয়েছে, কিন্তু ফ্রী সার্ভিস দেয় এমন প্রোভাইডারের সংখ্যা অনেক কম।
স্ক্রিনশটঃ




এখন কে আপনাকে ব্লক করবে, আর জানবে আপনি কে?
তাহলে, উপভোগ করুন আপনার ইন্টারনেটের স্বাধীনতা।

0 comments:

Post a Comment