Your Solution Here
Custom Search

Tuesday, February 14, 2012

তৈরি করুন আনডিলিটেবল ফোল্ডার; আবার ডিলিট করুন সহজেই

সেই ঐতিহাসিক ফোল্ডার যা সহজে ডিলিট হবে না; ফোল্ডারের নাম পরিবর্তন তো দূরের কথা। কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে আনডিলিটেবল ফোল্ডার বানানো যায়।

১) প্রথমে Start মেনু থেকে Run এ যান,
২) তার পর টাইপ করুন cmd ।
৩) Enter প্রেশ করুন।
৪) যেই ড্রাইভে আনডিলিটেবল ফোল্ডার তৈরি করতে চান সেই ড্রাইভের নাম লিখুন । যেমন F:
৫) Enter প্রেশ করুন।
৬) এবার লিখুন md এবং একটি স্পেস দিয়ে ১টি ব্যাক স্লাস দিন।
make Undeletable folder
৭) তার পর lpt1 লিখে ২টি ব্যাক স্লাস দিন
৮) Enter প্রেশ করুন।
*********************
হা হা এবার F ড্রাইভে গিয়ে দেখুন । lpt1 নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে যা ডিলিট করতে চাইলে নিচের  এই ম্যাসেজটি দেখাবে আর ডিলিট হবে না এবং রিনেইমও হবে না।
make undeletable folder
এইভাবে তৈরি করুন lpt1, lpt2, lpt3, lpt4, lpt5………………., com1, com2, com3………..ইত্যাদি নামে আরো অনেক আনডিলিটেবল ফোল্ডার। আর সাধারন নিয়মে এই নামে ফোল্ডারও তৈরি করা যায় না।
বিঃদ্রঃ- ঐ ফোল্ডার ডিলিটৈ করার জন্য নিচে দেখুন।
১) প্রথমে Start মেনু থেকে Run এ যান,
২) তার পর টাইপ করুন cmd ।
৩) Enter প্রেশ করুন।
৪) যেই ড্রাইভে থেকে আনডিলিটেবল ফোল্ডার ডিলিট করতে চান সেই ড্রাইভের নাম লিখুন । যেমন F:
৫) Enter প্রেশ করুন।
৬) এবার লিখুন rd এবং একটি স্পেস দিয়ে ১টি ব্যাক স্লাস দিন।
৭) তার পর lpt1 লিখে ২টি ব্যাক স্লাস দিন
৮) Enter প্রেশ করুন।

0 comments:

Post a Comment